শেরপুর(প্রতিনিধি)বগুড়া:
শনিবার (২৩ আগস্ট) মৌলভীবাজারের নবিগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে কুলাউড়া থানা পুলিশ নাঈমকে জীবিত উদ্ধার করে। পরে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক।
নাঈম সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গদিয়ারচর গ্রামের কণাই মিয়ার ছেলে। জানা যায়, ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় বুলবুল ফকিরের রেস্টুরেন্টে কাজ করতো নাঈম। গত ২৪ জুলাই হঠাৎ উধাও হয়ে যায় সে।
এরপর ৩ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়া থানা এলাকায় অজ্ঞাতনামা এক কিশোরের লাশ উদ্ধার হলে সেটিকে নাঈম হিসেবে শনাক্ত করে ৫ আগস্ট দাফন সম্পন্ন করা হয়। পরে নাঈমের পরিবার কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে এবং রেস্টুরেন্ট মালিক বগুড়ার বুলবুল ফকিরকে আসামি করা হয়। তিনি বর্তমানে কারাগারে।
মামলার তদন্তে গিয়ে কুলাউড়া থানার এসআই মুস্তাফিজুর রহমান শনিবার নাঈমকে তার আত্মীয় জুবেলের বাড়ি থেকে জীবিত উদ্ধার করেন। এরপর আদালতে পাঠানো হয়েছে কিশোরকে।
এ বিষয়ে পরিবারের কারও সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মোবাইলে পাওয়া যায়নি।