ঐতিহাসিক লর্ডসের সেই টেস্টে ভারতের শেষ উইকেটটি তুলে নিয়ে নায়ক বনে যান ইংলিশ তরুণ স্পিনার শোয়েব বশির। তবে দলের এমন জয়ের পরও খারাপ এক খবর নিয়ে ফিরেছেন তিনি—আঙুলে চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গেছেন এই অফ স্পিনার।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, বশিরের আঙুলে চিড় ধরা পড়েছে এবং এরইমধ্যে তার অস্ত্রোপচার করানো হয়েছে। ফলে মাঠে ফিরতে সময় লাগবে বেশ কিছুদিন। চোট পাওয়ার কারণে লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসেও খুব বেশি বল করতে পারেননি ২১ বছর বয়সি এই তরুণ। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে পেয়েছেন দুটি উইকেট।
এখনও বশিরের জায়গায় নতুন কাউকে দলে নেওয়ার ঘোষণা দেয়নি ইংল্যান্ড। তবে সময় খুব বেশি নেই। আগামী ২৩ জুলাই ম্যানচেস্টারে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। এই ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত করবে ইংল্যান্ড। অন্যদিকে ভারতকে সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে এই টেস্ট।