চন্দ্রঘোনায় ভিডিও দেখে টাকা ইনকামের লোভনীয় অফার, কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা ‌সিএমএ কাদের বাচ্চু।..

Md Sahadat Hossain avatar   
Md Sahadat Hossain
চন্দ্রঘোনায় ভিডিও দেখে টাকা ইনকামের লোভনীয় অফার, কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা ‌সিএমএ কাদের বাচ্চু।..

চন্দ্রঘোনায় ভিডিও দেখে টাকা ইনকামের লোভনীয় অফার, কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা ‌সিএমএ কাদের বাচ্চু।

রাঙ্গুনিয়া এবং কাপ্তাই উপজেলায়  সম্প্রতি একটি ভয়াবহ প্রতারণার ঘটনা সামনে এসেছে। স্থানীয়ভাবে  "সিএমএ কাদের বাচ্চু" নামে পরিচিত এক ব‌্যক্তি  STLS সফটওয়্যারের মাধ্যমে "ভিডিও দেখে টাকা ইনকাম" করার লোভনীয় অফার দিয়ে অসংখ্য সাধারণ মানুষের কাছ থেকে প্রায়  ০৫ কোটি  টাকারও বেশি হাতিয়ে নিয়ে এখন লাপাত্তা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, কাদের বাচ্চু প্রথমে কাপ্তাই ও রাঙ্গু‌নিয়ার চন্দ্রঘোনার বিভিন্ন এলাকায় সে‌মিনার ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বিজ্ঞাপন ও কথিত সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করেন। তিনি আশ্বাস দেন যে, STLS অ্যাপ বা সফটওয়্যারে নির্দিষ্ট কিছু ভিডিও দেখলেই প্রতিদিন টাকা আয় হবে। এতে প্রাথমিকভাবে কিছু লোককে সামান্য অর্থ প্রদান করায় আরও অনেকেই বিনিয়োগে উৎসাহিত হয়।

ভুক্তভোগীদের অনেকেই জানিয়েছেন, তারা নিজেদের সঞ্চয় ও ধার-কর্জ করে ১০ হাজার থেকে শুরু করে লাখ লাখ টাকা  কাদের বাচ্চুর হাতে তুলে দেন। কিন্তু কিছুদিনের মধ্যে অ্যাপ কাজ করা বন্ধ করে দেয় এবং কাদের বাচ্চুও গা ঢাকা দেন। বর্তমানে তার মোবাইল ফোন বন্ধ, অফিস তালাবদ্ধ এবং কোথায় আছেন তা কেউ জানে না।

এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অনেকে থানায় অভিযোগ করেছেন এবং দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Keine Kommentare gefunden