চন্দনাইশের বরমা বরকল সড়ক অবৈধ দখলে বিপর্যস্ত

Nezam Uddin avatar   
Nezam Uddin
চন্দনাইশে বরমা বরকল সড়কের দুই পাশে অবৈধ দখল নিয়ে স্থানীয়দের ভোগান্তি, প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রতিশ্রুতি।..

 দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বৈলতলী বরমা বরকল সড়কটি বর্তমানে অবৈধ দখলের কবলে পড়ে আছে। সাতঘাটিয়া পুকুর পাড় থেকে বরকল ব্রিজ পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন প্রভাবশালী মহল তাদের কব্জা করে রেখেছে। এই সড়কটি ধামাইর বাজার, সাতঘাটিয়া পুকুর পাড়, কালির হাট বাজার, বাংলা বাজার, মৌলভীবাজার, কেশুয়া রাস্তার মাথা এবং টিনের হাট বাজারের মতো গুরুত্বপূর্ণ স্থানের সংযোগস্থল হিসেবে কাজ করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে বিভিন্ন সরঞ্জামাদি যেমন অচল ও সচল যানবাহন, কাটা গাছ, বাঁশ, বল্লী, ইট, বালি, কংক্রিট, প্লাস্টিকের পাইপ ইত্যাদি এলোমেলোভাবে রাখা হয়েছে। বিশেষ করে সাতঘাটিয়া পুকুর পাড়, কালির হাট, বাংলা বাজার, মৌলভীবাজার, কেশুয়া রাস্তার মাথা এবং টিনের হাটসহ অন্যান্য স্থানে অব্যবহৃত ভ্যান, জেনারেটর, ট্রলি, করিমন-নছিমন, ট্রলি গাড়ি, কংক্রিট মেশিন ইত্যাদি সড়কের দুই পাশে জায়গা দখল করে রাখা হয়েছে। এই অবস্থায় সড়ক দিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং পথচারীরা বিপাকে পড়ছে। অথচ এই সড়ক দিয়ে স্থানীয় প্রশাসন সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রায়ই চলাচল করেন, তবুও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। স্থানীয় সচেতন মহল সড়কের দুই পাশ থেকে অবৈধ দখল অপসারণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন জানান, "রাস্তার দুইপাশে অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"

No comments found