গত ২৫ই জুলাই (জুমাবার) বাদে মাগরিব মক্কা পেট্রোল পাম্পের পশ্চিম পার্শ্বে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বিচারপতি আবদুস সালাম মামুন এর আয়োজনে তার নিজস্ব কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো.ইউছুপ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন,আবু বক্কর,মো.ইয়াকুব নবী সুমন, মো.ফারুক, মো.বদিউল আলম, মো.মিজানুর রহমান, মো.জাকের হোসেন, মো.ফারুক ইসলাম, মো.সুলতান সওদাগর, প্রবাসী বিএনপি নেতা মো.মুফিজ, মো.ফারুক, সোলাইমান সওদাগর,সওকত হোসেন,তারেক রহমান প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,রাজধানী ঢাকা মাইলস্টোন কলেজে যে বিমান বিধ্বস্ত হয় স্কুলের ছোট ছোট যেসব বাচ্চা মারা গেছে এবং আহত হয়েছে তার শোকে সারা বিশ্ব আজ শোকাহত। এই বিমান বিধ্বস্তর ঘটনাটি সত্যি মানুষের হৃদয়ের স্পন্দনে আঘাত এনেছে। আমরা যেহেতু সরাসরি তাদের জানাজায় উপস্থিত হতে পারি নাই,তাই আমরা চন্দনাইশে কৃতি সন্তান মহামান্য হাইকোর্টের সাবেক বিচারপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বিচারপতি আবদুস সালাম মামুন এর আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি এবং যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।