close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

চিরিরবন্দরে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা-ভাঙচুর,গুরুতর আহত ১।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
দিনাজপুর চিরিরবন্দরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, লুটতরাজ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।..

 হামলায় গুরুতর আহত মজিবর রহমানকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি গত ২২ আগস্ট শুক্রবার ভোরে উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের আব্দুল জব্বার মাষ্টারপাড়ায় ঘটেছে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের আব্দুল জব্বার মাষ্টারপাড়ার মৃত কাবাতুল্যাহর ছেলে মোশাররফ হোসেন ও মৃত কমসের আলীর ছেলে মজিবর রহমান সম্পর্কে চাচাতো ভাই। তাদের মধ্যে মাত্র ৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে মোশাররফ হোসেন, শাহিনুর রহমান, শাকিল, নাজমুল হক, হোসেন আলী, ইব্রাহিম, রফিকুল গং প্রায় দেড় শতাধিক ভাড়াটে লোকজন নিয়ে এসে দেশিয় অস্ত্র লোহার রড, ছুরি, কুড়াল, হাতুড়ি, হাসুয়া দিয়ে রাতের অন্ধকারে মজিবর রহমানের বসত বাড়িতে ফিল্মী স্টাইলে সন্ত্রাসী কায়দায় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও বেধড়ক মারপিটের ঘটনা ঘটায়। হামলায় ৫টি ঘরের টিন, বাড়ির প্রাচীর, ঘরে দরজা, জানালা, চেয়ার, টেবিল, সোফা সেট, লোহার গ্রিল, টিভি, ল্যাবটপ, প্রিন্টার, স্বর্ণালঙ্কারসহ প্রয়োজনীয় আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা মজিবর রহমান, তাঁর স্ত্রী মনজু আরা, ফাইমা খাতুন, মেয়ে মনিরা রহমান, আক্তারিনা এবং শ্যালিকা চম্পাকে বেধড়ক মারপিট করে। এ ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর আহত মজিবর রহসানকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

স্থানীয় জুয়েল ইসলাম, লিমা আক্তার জানান, জমি নিয়ে বিরোধের জেরকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মজিবর রহমানের বাড়িতে এ হামলা, ভাঙচুর ও লুটতরাজ করা হয়েছে। এসময় প্রায় দেড় শতাধিক লোক হামলা, ভাঙচুর ও লুটতরাজ কাজে অংশ গ্রহণ করে। আমরা মজিবর রহমানের বাড়িতে প্রবেশ করতে চাইলে দুর্বৃত্তরা আমাদের বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন ও বাঁধা প্রদান করায় আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসতে পারিনি। ওইসব দুর্বৃত্তরা চলে গেলে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতকে উদ্ধার করে দিনাজপুরের হাসপাতালে পাঠিয়ে দেই। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। হটলাইন- ৯৯৯ এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোশাররফ হোসেনকে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

No comments found