close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

চিরিরবন্দরে ফাঁসি দিয়ে নারীর আত্মহত্যা

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

দিনাজপুরের চিরিরবন্দরে গলায় দড়ি লাগিয়ে ঘরের সিড়িতে ঝুলিয়ে এক মহিলা আত্মহত্যা করেছে। এ ঘটনাটি গত ১১ আগস্ট সোমবার বিকেলে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিমপুর গ্রামের মাস্টার পাড়ায় ঘটেছে। 

 

প্রতিবেশি সুত্রে জানা গেছে, সেনাবাহিনীর জনৈক সদস্য ময়নুল হক চাকুরীর সুবাদে বাইরে থাকত। স্ত্রী মাহামুদা বেগম (২২) বাড়িতে শ্বাশুরীসহ থাকত। গতকাল বিকেলে চিৎকার চেঁচামেচিতে ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশিরা দ্রুত তাকে নামায়। আত্মহত্যার কোন কারণ তাৎক্ষণিক জানা যায়নি।

 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ ওয়াদুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত রহস্য জানা যাবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে। 

No comments found