কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ভেলুর মোড় বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা মহিলা দলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করাসহ বিএনপি’র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার সালাম ব্যবসায়ী, পথচারী ও উঠান বৈঠকের মাধ্যমে জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়া হয়।
পরে সন্ধ্যা ৬টায় অষ্টমীরচর ইউনিয়ন পরিষদ চত্তরে ইঊনিয়ন বিএনপি নেতা আল আমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহŸায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক ফজলুল হক, মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ জেয়ারা খাতুন রোজি, সেচ্ছা-সেবক দলের আহবায়ক মোতালেব হোসেন, মহিলা দলের কোষাধক্ষ্য শাহনাজ সুলতানা ও মহিলা নেত্রী আনজুমা বেগম।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
No comments found