নওগাঁর বদলগাছী উপজেলায় শুক্রবার দিবাগত রাতে একটি দোকানে চুরির অভিযোগে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুরুজ মিয়াকে হাতেনাতে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলা সদরের খাদ্যগুদামের পাশে অবস্থিত আবু বক্কর সিদ্দিকের ফিডের দোকানে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টার কিছু পরে মিজানুর নামে এক ড্রাইভার দেখতে পান যে সিদ্দিকের দোকানের তালা ভেঙে একজন ব্যক্তি ভিতরে প্রবেশ করেছে এবং শাটার নামিয়ে দিয়েছে। মিজানুর কৌশলে শাটারে পুনরায় তার নিজের তালা লাগিয়ে দেন এবং দোকান মালিক আবু বক্কর সিদ্দিককে খবর দেন। এরপর সিদ্দিক তার লোকজন নিয়ে এসে সুরুজকে হাতেনাতে ধরে ফেলেন এবং থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে এসে সুরুজ মিয়াকে গ্রেপ্তার করে। সুরুজ বদলগাছী সরদার পাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে এবং বদলগাছী সরকারি কলেজের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কলেজ শাখার সাবেক সহ-সভাপতি।
পুলিশি জিজ্ঞাসাবাদে সুরুজ স্বীকার করেন যে তার সাথে আরও তিনজন ছিলেন। তার স্বীকারোক্তি অনুযায়ী, চাকরাইল গ্রামের শাহিন, মাইন এবং বদলগাছী সরদার পাড়ার জোবায়ের হোসেনকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, 'চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। বর্তমানে চারজনকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।'
এই ঘটনার মাধ্যমে ছাত্রলীগের সাথে জড়িত একটি অপরাধের খবর প্রকাশিত হয়েছে, যা স্থানীয়ভাবে আলোড়ন সৃষ্টি করেছে। পুলিশ এ ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। এদিকে, স্থানীয় বাসিন্দারা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।