close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ছাত্র-জনতা হত্যায় জড়িত যুবলীগ নেতা আলমগীর এখনো ধরাছোঁয়ার বাইরে..

রতন হোসেন avatar   
রতন হোসেন
ছাত্র-জনতার উপরে হামলায় জড়িত যুবলীগ নেতা আলমগীর এখনো ধরাছোঁয়ার বাইরে

লক্ষ্মীপুরের ছাত্র-জনতা হত্যা মামলার প্রধান আসামি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু’র সন্ত্রাসী বাহিনীর অন্যতম সদস্য টুমচর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন এখনো প্রকাশ্যে টুমচর ইউনিয়নে মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

 

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু’র সন্ত্রাসী বাহিনীর অন্যতম সদস্য হিসাবে জমি দখল,চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে এই যুবলীগ নেতা মোঃ আলমগীর হোসেন‌। “শুধু তাই নয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে নিজ ইউনিয়নে নেতৃত্ব দেয়। পরবর্তীতে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সাবেক যুবলীগ নেতা একেএম সালাহ উদ্দিন টিপু’র নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ আলমগীর আন্দোলনকারী ছাত্র-জনতাকে লক্ষ্য করে টিপুর বাড়ির ছাদ থেকে গুলি ছোড়েন। এদিন গুলিবিদ্ধ হয়ে চার শিক্ষার্থী নিহত ও প্রায় তিন শতাধিক লোক আহত হয়।

 

স্বৈরাচার সরকারের পতনের পর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেল হাজতে এবং যুবলীগ নেতা একেএম সালাহ উদ্দিন টিপুসহ অনেকেই পলাতক থাকলেও এই যুবলীগ নেতা আলমগীর হোসেন অদৃশ্য শক্তির কারণে এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনপ্রয়োগকারী সংস্থা এই নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

শুধু তাই নয়, অরাজকতা সৃষ্টির লক্ষ্যে এই যুবলীগ নেতা আলমগীর হোসেনের ফেসবুক আইডিতে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক পোস্ট করা সহ আওয়ামী লীগের পলতাক নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলে একটি বিশেষ সূত্রে জানা যায়।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি বলেন, আওয়ামী দোসর ছাএ জনতা হত্যাকারীরা এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এতে করে আমরা সময় আতংকে থাকি কখন কোথায় আমাদের উপর আক্রমণ করে করে বলা যায় না” আমাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে তাই প্রসাশনের কাছে অনুরোধ করছি এদিকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

 

לא נמצאו הערות