সত্যজিৎ দাস:
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,সিলেট জেলা সংসদের সভাপতি মনীষা ওয়াহিদ বলেছেন,অন্তবর্তী সরকারের বিভিন্ন অংশ গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতায় লিপ্ত হয়েছে। তিনি বলেন, "সরকার ক্যান্টনমেন্ট আর মৌলবাদী গোষ্ঠীর প্রেসক্রিপশনে দেশ চালাচ্ছে।"
শনিবার (২৬ জুলাই) কেমুসাস সাহিত্য আসর কক্ষে আয়োজিত "গণমানুষের গণঅভ্যুত্থান: এক বছরের প্রত্যাশা ও প্রাপ্তি" শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,সিলেট জেলা সংসদ।
মনীষা আরও বলেন,"গণঅভ্যুত্থানে শহীদের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে বর্তমান সরকার দেশকে সাম্রাজ্যবাদী শক্তির হাতে তুলে দিচ্ছে। অন্যদিকে,শ্রমিক শ্রেণিকে আগের মতোই মানবেতর জীবনযাপনে বাধ্য করা হচ্ছে।"
সভার সঞ্চালনায় ছিলেন ছাত্র ইউনিয়নের সিলেট জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক শাহীন ফকির। ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন উপস্থাপন করেন জেলা সংসদের সাধারণ সম্পাদক মাশরুখ জলিল।
আলোচনা সভায় আরও অংশ নেন:উদীচী সিলেটের সভাপতি প্রদীপ দেব রায়,সিপিবি সিলেটের সাধারণ সম্পাদক খায়রুল হাসান,বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর,ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সুমন,বাসদ (মার্ক্সবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস,চারণের সংগঠক নাজিকুল রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর সভাপতি সুমিত কান্তি পিনাক,গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর সভাপতি তানজিনা বেগম, শাবিপ্রবির শিক্ষার্থী মোহাম্মদ মবিন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর সাধারণ সম্পাদক আয়েশা আক্তার,ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি সংসদের সংগঠক জুবায়ের আহমেদ জুয়েল প্রমুখ।
সভায় বক্তারা ৭০-এর গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন এবং অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সংগ্রাম ও সমাজ কাঠামোর উপর বিশ্লেষণমূলক আলোচনা উপস্থাপন করেন।