চাঁদপুরের বাবুরহাটে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী রুবেলের মৃত্যু..

shahadat hossain Munsy avatar   
shahadat hossain Munsy
চাঁদপুরের মতলব-বাবুরহাট সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। রবিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।..

 

( হাজীগন্জ প্রতিনিধি) 

চাঁদপুরের মতলব-বাবুরহাট সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। রবিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুরহাট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী রুবায়াত (বয়স আনুমানিক ১৮-২০ বছর) সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার তীব্রতায় মাথার খুলি ভেঙে যায় এবং গুরুতর রক্তক্ষরণ হয়।

এখনও নিহতের বিস্তারিত পরিচয় ও ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ বলছে, সড়ক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং নিহতের পরিবারকে শনাক্তের চেষ্টা চলছে।

No comments found