চায়না জাল আটক করে দিলো আগুনে

Md Abu Nayem avatar   
Md Abu Nayem
সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে চায়না জাল পুড়িয়ে বিনষ্ট

মো. আবু নাঈম (টাঙ্গাইল):-

টাঙ্গাইলের সখীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫টি নি"ষি"দ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পু"ড়ি"য়ে ধ্বংস করা হয়েছে। শনিবার কীর্তনখোলা ধুমখালি ও ভারতের চালা ব্রিজ সংলগ্ন জলাশয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা।

জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা বদিউজ্জামানও উপস্থিত ছিলেন।

No comments found