বসুরহাটে ১৭ বছর পর দোকান-মালিক সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ভোট, নির্বাচনে উচ্ছ্বসিত ব্যবসায়ীরা..

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
আবদুল্লাহ আল মামুন ঃ কোম্পানীগঞ্জ (নোয়াখালী)

 

নোয়ালীখার কোম্পানীগঞ্জ কংগ্রেস বসুরহাটে দীর্ঘ ১৭ বছর পর পরের বাজার-মালিক বহুমুখ সমবায় সমিতি লিমিটেড নির্বাচন ক্ষমতা সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ এ মিলনমুখর পরিবেশে সমিতির সদস্যরা স্বঃস্ফুতভাবে ভোট দেন।

ভোট গ্রহণকে কেন্দ্র করে সকাল সকাল সমবায় ভবন ও আশপাশের এলাকায় বিরাজ আনন্দঘন পরিবেশ। ভুলভাবে ভোট গ্রহণ করতে গ্রহণ করতে মোদ্রেন ছিল আইন ব্যবস্থা গ্রহণকারী সাহায্য।

নির্বাচনের ভোটের বিজয় হিসাবে ছিলেন মোঃ মনির হোসেন, সদর উপজেলা সমবায়ে উপস্থিত, সার্বিক তাদারকিতে ছিলেন সদস্য আব্দুল মতিন লিটন, জাহিদুর রহমান রাজন। কোম্পানীগঞ্জ উপজেলা সমবায় অনুষ্ঠানের স্মৃতি প্রভা নন্দী, কোম্পানীগঞ্জ উপজেলা সমবায় সভাপতি নুর মোহাম্মদ, ও কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা পার্টি।

পৌরসভার সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, সমবায় সমিতির ক্ষমতাসীন নির্বাচন কমিশনার, সংসদ সদস্য আবদুল মতিন লিটন পৌরসভার মাওলানা মাঠের আমির। মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী দলের নেতা ফজলুল কবির ফয়সাল, সাধারণ জোট জাহিদুর রহমান রাজন, পৌর দলের বিপরীত ওবায়দুল বেশ রাফেল।

তিনি বলেন, “এতদিন পর একটি সক্রিয় অংশগ্রহণমূলক নির্বাচনী পুলিশিদের মধ্যে আমরা এই ধরনের উদ্যোক্তা উদ্যোক্তা হবে।

ব্যক্তিগত ফলাফল অনুযায়ী ঠিকঠাক

ভোট: একরাম হোসেন আনোয়ার (ছাতা মার্কা) – ২৭৭ ভোট

সহ-সভাপতি: আবদুল আহাদ সোহাগ (দেয়াল ঘড়ি মার্কা)- ২২৩ ভোট

সাধারণ শব্দ: আবু জাহেদ (হরিণ মার্কা)- ২৩৬ ভোট


আপনার পদে ঠিকরা:

১ নং ওয়ার্ড: ওমর ফারুক (চশমা মার্কা) – ৫৪ ভোট

২ নং ওয়ার্ড: আনোয়ারকা সাইন (মোবাইল ফোন মার্কে) – ৫৯ ভোট

৩ নং ওয়ার্ড: মোহাম্মদ ইয়াসিন (ভিডিও মার্কা)

৪ নং ওয়ার্ড: তপন মজুমদার (আম মার্কা – লটারিতে ঠিক)

৫ নং ওয়ার্ড: আমির নাগরিক রিপন (ফুটবল মার্কা) – ৪৯ ভোট


স্থানীয় ব্যবসায়ীরা করছেন, এই বসুরহাট দোকান-মালিক সমিতিকে আরও সক্রিয় মনে করবে এবং নাগরিক কল্যাণে সক্রিয় ভূমিকা রাখবে।

 

Inga kommentarer hittades