close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বসুন্ধরা কিংসে যোগ দিলেন কিউবা মিচেল

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে এখনো অভিষেক হয়নি কিউবা মিচেলের। এর আগেই দেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই মিডফিল্ডার। ক্লাবটির ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে..

আগামী ১২ আগস্ট কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে সিরিয়ার ক্লাব আল কারামাহর বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। সেই ম্যাচেই কিংসের হয়ে অভিষেক হতে পারে কিউবার।

ইংল্যান্ডের বার্মিংহামে বড় হওয়া কিউবা মিচেল খেলেছেন সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে। এর আগে অনূর্ধ্ব-১৮ দলেও ২৫টি ম্যাচ খেলেন তিনি। তবে গত মৌসুম শেষে সান্ডারল্যান্ডের সঙ্গে তাঁর চুক্তি নবায়ন হয়নি, ফলে নতুন ক্লাব খুঁজছিলেন তিনি। ঠিক তখনই বাংলাদেশের হয়ে খেলার সুযোগ খুঁজতে থাকেন কিউবা।

গত মাসেই ফিফার ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য। যদিও বাবার শিকড় জ্যামাইকায়, মায়ের সূত্রে বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি।

সেপ্টেম্বরে ভিয়েতনামে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ দল। সেই দলের অংশ হিসেবেই আগস্টে কিউবার বাংলাদেশে আসার কথা রয়েছে।

Geen reacties gevonden