close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ব্রুক ও সল্টের দাপুটে সত্তর ও আশি-ঊর্ধ ইনিংসে ইংল্যান্ড ২৩৬/৪। সহজেই হারাল স্বাগতিক নিউজিল্যান্ডকে টি-২০ তে।..

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচের টি-টুয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের ২য় ম্যাচ।..

দুদলের মধ্যে সিরিজের ১ম ম্যাচ (১৮ অক্টোবর) বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর গতকাল (২০ অক্টোঃ) ২য় ম্যাচে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মুখোমুখি হয় উভয় দল। টসে জিতে স্বাগতিকরা ইংলিশদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। 

ইংল্যান্ডের সূচনাটা কাল খুব একটা ভাল হয়নি। তাদের অন্যতম সেরা ব্যাটসম্যান জস বাটলার তাড়াতাড়িই ফিরে যান (ব্যক্তিগত) মাত্র ৪ রান করে। 'পাওয়ার প্লে' শেষে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ৬৮/২। তারপরই আসলে ইনিংসের; এমনকি ম্যাচেরও মূল ঘটনা ঘটে। ওপেনার ফিল সল্ট এবং অধিনায়ক হ্যারি ব্রুক-এর মধ্যে ৩য় উইকেটে ১২৯ রানের একটি আগ্রাসী জুটি হয় মাত্র ৬৮ বলে। সল্ট ৫৬ বলে ৮৫ রান করেন ১১ টি চার ও ১টি ছয়ের সাহায্যে। আর ব্রুকের ইনিংসটি ছিল আরো বিধ্বংসী! তিনি মাত্র ৩৫ বলে ৬টি চার ও ৫টি ছক্কার মাধ্যমে করেন ৭৮। এছাড়া শেষদিকে টম ব্যান্টন মাত্র ১২ বলে ২৯* রানের ক্যামিও খেলেন। 

নির্ধারিত ২০ ওভার শেষে ইংলিশরা স্কোরবোর্ডে ৪ উইকেটের বিনিময়ে ২৩৬ রানের একটি বড় ধরণের সংগ্রহ দাঁড় করায়। নিউজিল্যান্ডের পক্ষে কাইল জেমিসন ২টি এবং জ্যাকব ডাফি ও মাইকেল ব্রেসওয়েল ১টি করে উইকেট পান। 

স্বাগতিক কিউই দল মোটামুটি পাহাড়সম টার্গেটে খেলতে নেমে প্রথম ৬ ওভারে সংগ্রহ করে ৬০/২। কিন্তু তাদের কোন ব্যাটসম্যান কাল (ব্যক্তিগত) চল্লিশ-ও ছুঁতে না পারায় তাদের পক্ষে ১৭১ রানের বেশি সংগ্রহ করা সম্ভব হয়নি। এমনকি তারা ২ ওভার বাকি থাকতেই (১৮ ওভারে) অলআউট হয়! সর্বোচ্চ ৩৯ (২৯) রান আসে টিম সেইফার্টের ব্যাট থেকে। এছাড়া ৮ নম্বরে নামা অধিনায়ক মিচেল স্যান্টনার করেন মাত্র ১৫ বলে ৩৬ রান (৩টি ছয় সহ)। সফরকারীদের হয়ে আদিল রশিদ ৪টি এবং ব্রাইডন কার্স, লুক উড ও লিয়াম ডসন ২টি করে উইকেট লাভ করেন। 

৬৫ রানের বেশ সহজ জয়ই পায় ইংল্যান্ড। এবং সিরিজে তারা এখন ১-০ তে এগিয়ে। গতকাল ম্যাচসেরা হন ৪ নম্বরে ব্যাট করতে নামা ইংলিশ ক্যাপ্টেন হ্যারি ব্রুক। কাল তিনি (তার ৭৮ রানের ইনিংসে) ব্যক্তিগত পঞ্চাশ-এ পৌঁছেন মাত্র ২২ বলে! 

 

[ক্রিকবাজ।]

Keine Kommentare gefunden


News Card Generator