close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বৃষ্টির পানিতে রাস্তায় ভোগান্তিতে পাঁচবিবি পৌরসভার মন্ডলপাড়াবাসী..

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
****

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ 

একটি সড়কের অভাবে পাঁচবিবি পৌরসভার স্টেশনরোডের মন্ডলপাড়া মহল্লার ২০ টি পরিবারের শতাধিক মানুষ দীর্ঘদিন ধরে দূর্ভোগ পোহাচ্ছেন প্রতিবছর।
এ রাস্তা দিয়ে শুষ্ক মৌসুমে কোনোমতে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে খানাখন্দ ও গর্ত সৃষ্টি হয়ে ভরে যায় বৃষ্টির পানিতে। মাসের পর মাস থাকে জলাবদ্ধতা ও কাদা। সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি। কাদায় চলাচলের অযোগ্য হয়ে যায় রাস্তা। তাছাড়া  উপচে পড়া ড্রেনের পানিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। তখন পানি বন্দি হয়ে পড়ে এলাকাবাসী। চলাচল কঠিন হয়ে যায়। জরুরি প্রয়োজনে কোনো যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাই দায় হয়ে পড়ে। সবচেয়ে বেশি বিপদে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ আর গর্ভবতী নারীরা। অনেক সময় হাসপাতালে পৌছানোর আগেই ঘটে যায় বিপত্তি। 
গর্ত আর পিচ্ছিল কাদায় ভরা চরম বিপজ্জনক এই পথে হাঁটতে গিয়েই কেউ পড়ে যান, কেউবা আবার কাদায় আটকে পড়ছেন। যান চলাচলেও প্রায় অসম্ভব হয়ে পড়ে এ কাঁচা রাস্তায়।
পাড়ার পশ্চিম অংশে মালিকানা সম্পত্তি। উত্তর ও পূর্বধারে রেলওয়ের সম্পত্তি থাকায় রয়েছে বিপত্তি। মালিকানা সম্পত্তির মালিকেরা চলাচলের জন্য জায়গা ছাড়লেও সামান্য কিছু রেলের জায়গা থাকায় আমলে নিচ্ছেনা পৌর কতৃপক্ষ। ফলে বছরের পর বছর ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী।
মন্ডল পাড়ার বাসিন্দা কেনেডি মন্ডল, কনক হাওলাদার,খোকন মহন্ত, তোয়াবুর হোসেন ও হালিম মন্ডল জানান, ছোটকাল থেকে রাস্তাটি যেমন দেখেছি এখন তার চেয়ে বেশি খারাপ হয়েছে। বারংবার কতৃপক্ষকে জানিয়েও ফল মেলেনি।
এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকোশলী মোঃ মারুফ আহসান জানান, ইতিপূর্বে একাধিকবার প্রকল্পটি পাঠানো হয়েছে, কিন্তু পাশ হয়নি। বতর্মানে বরাদ্দ নেই। নতুন বরাদ্দ পেলেই সড়ককের কাজটির উদ্যােগ নেওয়া হবে।

No comments found