close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বরিশালে মানহানির অভিযোগে মামলা করলেন কাফি

Abdullah Al Hasib avatar   
Abdullah Al Hasib
ছবি এডিট করে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে দুই জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কাফি।..

ছবি এডিট করে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে দুই জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কাফি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে কাফি নিজেই ওই মামলা করেন।

সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য কলাপাড়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার বিবাদীরা হলেন, ঝালকাঠি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাওন আকন ও বাগেরহাট পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাহিদ।

মামলার বরাতে আইনজীবী সাইদুর রহমান সোহেল জানান, শাওন আকন তার ফেসবুক পেইজ ভাইডি থেকে গত ১২ আগস্ট কাফির ছবি এডিট করে অশ্লীল ভিডিও তৈরি করে প্রচার করে। একই দিন নাহিদ তার ফেসবুক পেজ উজান টিভিতে একইভাবে অশ্লীল ভিডিও প্রচার করে। ওই ভিডিও প্রচারের পর বিভিন্ন জনের ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করে বাদী কাফিকে হুমকি দিয়ে মান সম্মান ক্ষুণ্ন করে।

আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, ফেসবুকে অপপ্রচার করে বাদীর মান সম্মান ক্ষুন্ন করে ও টাকা দাবির অভিযোগের নালিশি মামলা তদন্ত করে প্রতিবেদন জমা দেয়াড় জন্য কলাপাড়া ওসিকে নির্দেশ দিয়েছেন। কনটেন্ট ক্রিয়েটর এবিএম হাবিবুর রহমান কাফি বলেন, ফেসবুকে তার মানহানিকর ভিডিও প্রচারের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Abdullah Al Hasib
Abdullah Al Hasib 6 days ago
Thanks
1 0 Reply
Show more