বৈষম্যহীন, দূর্নীতি মুক্ত ও সুবিচার পূর্ণ সমাজ গঠনে আলেমদের কে এগিয়ে আসতে হবে- অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ..

MD.REJOAN ULLAH avatar   
MD.REJOAN ULLAH
রেজওয়ান উল্লাহ'কলারোয়াঃ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, যুগে যুগে আলেমদের জ্ঞান, পরিশ্রম ও ত্যাগ জাতি গঠনের সহায়ক। তাই বৈষম্যহীন, দূর্নীতি মুক্ত ও সুবিচার পূর্ণ সমাজ গঠনে আলেমদের কে এগিয়ে আসতে হবে। সততা, নিষ্ঠা চরিত্র ও আমানতদারিতা দিয়ে মানুষের মন জয় করতে হবে

বৃহস্পতিবার (২১আগষ্ট) বিকালে কলারোয়া আল আমিন ট্রাস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলা শাখার আয়োজনে এই উলামা সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।

কলারোয়া উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হাই এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মোঃ তৌহিদুর রহমান এর সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা: মাহমুদুল হক, সহকারি সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, ইউনিট সদস্য মাওলানা মোঃ ওমর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান, সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, জাহিদ হাসান মিঠু প্রমুখ।

সমাবেশে উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামীর উলামা বিভাগের দেড় শতাধিক দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments found