খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসন হতে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্ব তুলে ধরে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।