খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে একাধিক মামলার পলাতক ও জামিনে থাকা আসামিদের তালিকা প্রকাশ করেছে ভুক্তভোগী মোঃ আব্দুল মজিদ খান। এদের মধ্যে পলাতক আসামিদের ধরিয়ে দিতে পারলে ঘোষণা করা হয়েছে ১ লক্ষ টাকা পুরস্কার। পলাতক আসামিরা হলোঃ
উন্নতম আসামী ১. আশা আক্তার (২৬), পিতা লাইসুর রহমান। ২. লাইছুর রহমান (৫৩), পিতা মৃত মফির উদ্দিন। ৩. লিপি আক্তার (৪৪), স্বামী লাইসুর রহমান। 4. রাশিদা আক্তার (৩০), স্বামী দেলোয়ার হোসেন।
5. দেলোয়ার হোসেন (৩৭), শ্বশুর লাইছুর রহমান। 6. নয়ন মিয়া (২৩), পিতা লাইসুর রহমান। ঠিকানা: পুরাতন গুচ্ছগ্রাম আবাসন, ১ নং ইউপি নাপানগর, বড় সুলতানপুর, বোচাগঞ্জ, দিনাজপুর। 7. মোঃ রাসেল (২২), পিতা আঃ মজিদ, 8. মোছাঃ আলো আরজিনা (১৯), পিতা মোঃ আলমগীর, ঠিকানা: স্টেশন পাড়া, সেতাবগঞ্জ, দিনাজপুর। জামিনে থাকা আসামিরা হলো ১. মোছাঃ মিরা কাশ্মীরী (৪০), স্বামী আঃ আলিম। ২. আঃ মালেক ওরফে চৌধুরী (৫৫), পিতা মৃত মছির উদ্দিন।
৩. আঃ আলিম (৪৫), পিতা অজ্ঞাত। আসামি আশা আক্তার, তার তিন শিশু কন্যা— জান্নাতী আক্তার (৫), ফুলসূরাতি আক্তার (৫) ও মিম আক্তার (৪) —কে ফেলে রেখে স্বামীর ঘর থেকে ১৬ লক্ষ ৯ হাজার ২০০ টাকা ও মূল্যবান মালামালসহ নিয়ে পালিয়ে যায়। তার বিরুদ্ধে দিনাজপুর আদালতে মোট ৬টি মামলা রয়েছে, যার মধ্যে ৫টিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দিনাজপুর আদালত। যার মামলা নং 1. বোচাগঞ্জ থানার মামলা নং: ৪/২৩ দিনাজপুর আদালতের বিচার ফাইল নং: ১২৯/২৩ গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে: ৩ জনের বিরুদ্ধে । 2. দিনাজপুর কোর্ট সিআর মামলা নং: ২৫৪/২৪ গ্রেফতারি পরোয়ানা জারি: ২ জনের বিরুদ্ধে। 3. দিনাজপুর কোর্ট সিআর মামলা নং: ৯০১/২৪ গ্রেফতারি পরোয়ানা জারি: ৩ জনের বিরুদ্ধে। 4. দিনাজপুর কোর্ট সিআর মামলা নং: ২৪৩/২৪। গ্রেফতারি পরোয়ানা জারি: ৩ জনের বিরুদ্ধে। 5. দিনাজপুর নির্বাহী আদালতের এমআর মামলা নং: ১/২৫ গ্রেফতারি পরোয়ানা জারি: ৬ জন আসামির বিরুদ্ধে । 6. দিনাজপুর কোর্ট সিআর মামলা নং: ১৪৭/২৫ তিনজনের বিরুদ্ধে। ইন্দনদাতা কুপরামর্শকারী জামিনে থাকা আসামিরা, হাজির করতে পারে পালাতক আসামিদের। তাদের কে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে সত্যতা প্রকাশ পাবে। পলাতক আসামিদের ধরিয়ে দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। নিকটতম পুলিশ ফাঁড়ি বা থানায় খবর দিতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগ:
বাদী ও ভুক্তভোগী: মোঃ আব্দুল মজিদ খান মোবাইল: ০১৭২৪-৫৪৬৩১৯
ঠিকানা: বোচাগঞ্জ, দিনাজপুর অথবা বোচাগঞ্জ থানায় যোগাযোগ করতে পারেন ওসি ০১৩২০-১৩৬৫২১, ডিউটি অফিসার ০১৩২০-১৩৬৫২৬