বোচাগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

দিনাজপুরের বোচাগঞ্জে মো. বিপ্লব (১৯) নামে এক যুবককে কুপিয়ে ও বেদম মারধর করে হত্যার চেষ্টা করা হয়েছে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট ২০২৫ ইং, আনুমানিক সকাল ১১টার দিকে জাবারিপুর ১ নং ইউপি নাফানগর এলাকায় ঘাস কাটতে যান বিপ্লব। এ সময় মোছাঃ আসমিন আক্তার মিম, তার ছোট বোন, তাদের মা ঝিনু আক্তার এবং দলবল মিলে বিপ্লবের হাত-পা বেঁধে নির্মমভাবে মারধর করে। তারা প্রথমে বাঁশের লাঠি ও সোটা দিয়ে সারা শরীরে আঘাত করে এবং ধারালো কইচা (দা) দিয়ে বাম পাশের ঘাড়ের নিচে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা জানান, বিপ্লবের পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা করার পরেও পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।ঘটনার পর বোচাগঞ্জ থানার ওসি জাহিদ হাসান সরকারের নেতৃত্বে ডিউটি অফিসার মোঃ নুর ইসলাম ঘটনাস্থলে পুলিশ টিম পাঠান। তবে পুলিশ পৌঁছানোর আগেই আসামিরা পালিয়ে যায়। বর্তমানে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আহতের পরিচয় মো. বিপ্লব (১৯)। পিতা: মো. এনামুল হক । মাতা: মোছাঃ বিলকিস । ঠিকানা: জাবারিপুর, ১ নং ইউপি নাফানগর, বোচাগঞ্জ, দিনাজপুর।অভিযুক্তরা হলো ১. মোছাঃ আসমিন আক্তার মিম। ২. তার ছোট বোন । ৩. মাতা ঝিনু আক্তার ও নাম না জানা আরও অনেকেই। (ঠিকানা: জাবারিপুর, ১ নং নাফানগর, বোচাগঞ্জ, দিনাজপুর)। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Aucun commentaire trouvé