close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বোচাগঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক ১৩ আসামি দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

বোচাগঞ্জ থানার পুলিশের গাফিলতির কারণে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৩ জন আসামি দাপটের সঙ্গে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। মৃত মহির উদ্দিন খানের ছেলে ১৬ জনের বিরুদ্ধে দায়ের করা ১০টি মামলার মধ্যে ৮টির গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দিনাজপুর আমলি আদালত ম্যাজিস্ট্রেট ।

 

পলাতক আসামিদের মধ্যে রয়েছে মোঃ রুবেল খান (৩৩), মোঃ সোহেল খান (৩১), মোছাঃ ইভা বেগম (২৮) স্বামী রুবেল খান, মোছাঃ লাবনী বেগম (২৫) স্বামী সোহেল খান, মোছাঃ সুখজান বেগম (৪৫) স্বামী মফিজুল ইসলাম। এদের ঠিকানা মেলার মাঠ, তারিভাটি এলাকা, ৭ নং ওয়ার্ড, কলেজপাড়া, মাদ্রাসা রোড, সেতাবগঞ্জ পৌরসভা এদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং ১/ সিআর নং ১৫১/২৪, ২/ সিআর নং ১৮৪/২৪, ৩/ নির্বাহী কোর্ট মামলা নং পি৩৯৬/২৪।

 

অন্যান্য পলাতক আসামিদের মধ্যে রয়েছেন উন্নতম আসামী মোছাঃ আশা আক্তার (২৬) পিতা লাইসুর রহমান, মোছাঃ লিপি আক্তার (৪৫) স্বামী লাইসুর রহমান, মোছাঃ রাশিদা আক্তার (২৮) স্বামী দেলোয়ার হোসেন, মোঃ নয়ন মিয়া (২৩) পিতা লাইছুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন (৩৭) শশুর লাইছুর রহমান এবং মোঃ লাইছুর রহমান পিতা মৃত মুফির উদ্দিন। এদের ঠিকানা পুরাতন গুচ্ছগ্রাম আবাসন, ১ নং ইউপি, নাপা নগর, বড় সুলতানপুর, বোচাগঞ্জ । এদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং ১/ বোচাগঞ্জ থানার মামলা নং ৪/২৩ দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং ১২৯/২৩, ২/ সিআর নং ৯০১/২৪, ৩/ সিআর নং ২৫৪/২৪, ৪/ সিআর নং ২৪৩/২৪, ৫/ নির্বাহী কোর্ট মামলা নং এমআর১/২৫ , ৬/ সিআর মামলা নং ১৪৭/২৫ এবং মোঃ রাসেল (২২) পিতা আঃ মজিদ, মোছাঃ আলো আর্জিনা বেগম (১৯) পিতা মোঃ আলম এদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং ১/ সিআর নং ৬৯/২৫ আমলি আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ১ নং রাসেল ও ২ নং আলো আর্জিনা এর বিরুদ্ধে , ২/ সিআর নং ১৪৭/২৫ তদন্তধীন বোচাগঞ্জ থানায় রয়েছে ১ নং রাসেল ও ৮ নং আলো আর্জিনা আসামির বিরুদ্ধে। 

 

 

 

স্থানীয়রা অভিযোগ করেছেন যে, পুলিশ কর্মকর্তাদের অনিয়ম ও তদারকির অভাবে এই পলাতক আসামিরা সহজেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, “আসামিরা বড় অংকের ঘুষ দিয়ে পুলিশদের সামনে দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তাই ধরা পড়ছে না। এ কারণে সাধারণ মানুষ আইনের প্রতি বিশ্বাস হারাচ্ছে।”

 

দক্ষিণ-পশ্চিম দিনাজপুরের সচেতন মহল এবং স্থানীয় জনগণ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্তের মাধ্যমে পরিস্থিতি নিরপেক্ষভাবে খতিয়ে দেখার জন্য দাবি জানিয়েছে। জনগণ আশা করছেন, দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments found