খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মিজানুর রহমান। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ওসি মিজানুর রহমান বলেন, “বোচাগঞ্জের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন, মাদক নির্মূল ও জনগণের আস্থা অর্জনই আমার প্রধান লক্ষ্য। জনগণের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে একটি অপরাধমুক্ত এলাকা গড়ে তুলতে চাই।”
তিনি আরো জানান, থানার সকল কর্মকর্তা-কর্মচারীকে সঙ্গে নিয়ে ন্যায়সংগত ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং যেকোনো ধরনের অভিযোগ দ্রুততম সময়ে নিষ্পত্তির চেষ্টা করবেন।
স্থানীয় জনগণ নতুন ওসিকে স্বাগত জানিয়েছেন এবং তার নেতৃত্বে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন।



















