close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বোয়ালমারীতে পরিমাপে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশন সিলগালা

ফরিদপুর ডেস্ক avatar   
ফরিদপুর ডেস্ক
মোল্যা মুহাম্মদ ইমরান, জেলা প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগে “মেসার্স স্বাধীন ফিলিং স্টেশন” সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, স্বাধীন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পরিমাপ যন্ত্রে কারসাজির মাধ্যমে নিয়মিতভাবে গ্রাহকদের প্রতারিত করছিল। প্রতিদিনের বিক্রিতে প্রতি ১০০ লিটারে প্রায় ২ লিটার অকটেন এবং প্রতি ১০ লিটারে ১ লিটার পেট্রোল কম সরবরাহ করা হতো। ডিজেলেও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

 

অভিযান পরিচালনাকালে পরিমাপে কারচুপির বিষয়টি প্রমাণিত হওয়ায় বিএসটিআই টিম স্টেশনটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীন ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে গ্রাহকদের ঠকিয়ে আসছিল। ভেজাল তেল বিক্রি, ওজনে কম দেওয়াসহ নানা অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি অতীতেও একাধিকবার জরিমানার মুখে পড়ে।

 

ফিলিং স্টেশনটির মালিক সদানন্দ দাসের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator