ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ময়না এসি বোস ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোকলেসুর রহমান অরুনের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে তারা মানববন্ধন, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে উপস্থিত হন না এবং প্রতিষ্ঠানের অর্থনৈতিক লেনদেনের কোনো স্বচ্ছতা নেই। অভিযোগ রয়েছে, তিনি স্কুল প্রাঙ্গণের মূল্যবান গাছ ও পুরাতন ভবন বিক্রি করেছেন, কিন্তু তার কোনো হিসাব দেননি। পুরাতন ভবন বিক্রির কারণে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের খোলা মাঠে রোদে বসে ক্লাস করতে হচ্ছে।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করে, গত কয়েক বছরে স্কুলে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি, প্রতিদিন মাত্র দুইটি করে ক্লাস হয়। এছাড়া, স্কুল পরিচালনায় প্রধান শিক্ষক প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের উপেক্ষা করে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করছেন, যা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করছে বলে দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের।
সকাল থেকে শিক্ষার্থীরা বোয়ালমারী-মহম্মদপুর সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পৌঁছান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল এবং থানা পুলিশের কর্মকর্তারা। তারা শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করেন এবং দ্রুত তদন্তের আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ উঠলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এবার শিক্ষার্থীদের সরব প্রতিবাদের পর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে বলে জানা গেছে।