ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বিকেলে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া স্বেচ্ছাসেবক দল আজ দেশের প্রতিটি ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে। মানুষের সেবায় পাশে থাকা এ সংগঠন সবসময় জনগণের কল্যাণে কাজ করবে।
বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্চয় কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আল আমিন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন খান (মিঠু)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম রসূল।
এসময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাহিদুজ্জামান নাহিদ, লিটন বিশ্বাস, আলম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, সেচ্ছাসেবকদল নেতা পিকুল মিয়া এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালামসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা।