বক্তব্যের সময় অসুস্থ হয়ে মঞ্চে ঢলে পড়লেন জামায়াত আমির

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে দলটির আমির ডা. শফিকুর রহমান দুইবার পড়ে যান। এরপর মঞ্চে বসেই তিনি তার বক্তব্য দেন।..

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতের ইসলামীর জাতীয় সমাবেশে বিকাল ৫টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

এর আগে তিনি বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়েও আমরা জয় লাভ করব। 

ডা. শফিকুর রহমান বলেন, আজকের সমাবেশের আয়োজন করতে গিয়ে, এখানে আসতে গিয়ে, এখানে এসে আমাদের তিন ভাই ইন্তেকাল করেছেন। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাদের জান্নাত দিন। পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন।

コメントがありません