close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনালী লাইফের কর্মীর মৃত্যু....

Ratan Entiser avatar   
Ratan Entiser
বকশীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মী জজ মিয়ার মৃত্যু হয়েছে।....

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মী জজ মিয়া (৩০) মৃত্যুবরণ করেছেন। নিহত জজ মিয়া উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বকশীগঞ্জ শাখায় অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আইটি অফিসার কবির হাসান জানান, বিকেল চারটার দিকে অফিসের তৃতীয় তলার বারান্দায় বিকট শব্দ শুনে তারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। সেখানে গিয়ে তারা দেখতে পান, জজ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে আছেন। স্থানীয়দের সহায়তায় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ আই নিউজ বিডিকে  জানান, এ দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জজ মিয়ার অকাল মৃত্যুতে তার সহকর্মী ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, জজ মিয়া একজন সদালাপী এবং কর্মঠ ব্যক্তি ছিলেন। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে শোকাহত।

এ দুর্ঘটনা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে বিদ্যুৎ লাইন ও সংযোগ ব্যবস্থা নিয়ে। অনেকেই বলছেন বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ জরুরি। এতে কর্মক্ষেত্রে ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে।

এই দুর্ঘটনার প্রেক্ষাপটে স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

No comments found