আল আমিন স্বাধীন
মান্দা ( নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় এক অনন্য ও ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হলো সদ্য অবসরে যাওয়া অফিস সহায়ক মমতাজ ইসলামকে। মঙ্গলবার (১২ আগস্ট ) ১১টার দিকে উপজেলার সাহাপুর ঢোলপুকুরিয়া এলাকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অবসরপ্রাপ্ত মমতাজ ইসলামকে গরুর গাড়িতে করে স্কুল থেকে বাড়ি পৌঁছে দেওয়ার আয়োজন। বিদায় মুহূর্তে স্কুলের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার স্বপনসহ শিক্ষক-শিক্ষার্থী সবাই পায়ে হেঁটে গরুর গাড়ির সঙ্গে বাড়ি পর্যন্ত তাকে পৌঁছে দেন। শিক্ষার্থীদের ভালোবাসা, সহকর্মীদের আন্তরিকতা এবং গ্রামের মানুষের উপস্থিতি বিদায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শিক্ষা অফিসের বিদ্যালয় পরিদর্শক নাজমুল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ, উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রধান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা মমতাজ ইসলামের দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা এবং দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করা হয়।