বজ্রপাতে সাতক্ষীরায় এক ব্যক্তির মৃত্যু

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে জয়ন্ত কুমার রায়ের মৃত্যু, পারিবারিক সিদ্ধান্তে সন্ধ্যায় শেষকৃত্য সম্পন্ন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে জয়ন্ত কুমার রায় (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট '২৫) বিকেল চারটার দিকে পদ্মপুকুর ইউনিয়নের গড়কোমরপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। জয়ন্ত রায় গড়কোমরপুর গ্রামের তেজেন্দ্র রায়ের ছেলে। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে খাবার শেষে জয়ন্ত তার নিজস্ব চিংড়িঘেরে কাজ করতে যান। সেখানে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি ঘেরের বাসায় আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম বলেন, 'জয়ন্ত অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন এবং তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।' 

প্রাকৃতিক দুর্যোগের এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বজ্রপাতের কারণে এ ধরনের ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও বিশেষজ্ঞরা মানুষকে সতর্কতা অবলম্বন করতে এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার পরামর্শ দিচ্ছেন। 

প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে উন্নত আবহাওয়া পূর্বাভাস সিস্টেম এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে। স্থানীয় প্রশাসন বজ্রপাতের সময় নিরাপদে আশ্রয় নেয়ার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেছে। 

জয়ন্ত রায়ের মৃত্যুতে এলাকাবাসী শোক প্রকাশ করেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, সন্ধ্যার পর তার শেষকৃত্য সম্পন্ন হয়। 

বজ্রপাতের ঘটনায় স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিচ্ছে।

No comments found