সবই ছিল একমাত্র সেই কাঙ্ক্ষিত ইউরোপ শ্রেষ্ঠত্বের জন্য। কিন্তু চ্যাম্পিয়নস লিগ ট্রফি ছুঁয়ে দেখাই হয়নি তাদের। অবশেষে যখন নেইমার-মেসি-এমবাপ্পে সবাই দল ছাড়লেন, ঠিক তখনই একপ্রকার সাদামাটা স্কোয়াড নিয়েই কাঙ্ক্ষিত ট্রফির দেখা পেল পিএসজি। ইউরোপ সেরার মুকুট জয়ে বড় ভূমিকা রেখেছেন ওসমান দেম্বেলে। ১৫ ম্যাচে ৮ গোলের পাশাপাশি ৬টি অ্যাসিস্ট করে দলকে শিরোপার পথে এগিয়ে নেন তিনি। দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে জায়গা করে নিয়েছেন ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকায়।
দেম্বেলের সঙ্গে পিএসজির আরও ৮ জন ফুটবলার ব্যালন ডি’অরের জন্য মনোনয়ন পেয়েছেন, যা এই বছরের সর্বোচ্চ সংখ্যক মনোনয়ন কোনো একক ক্লাব থেকে। তালিকায় রয়েছেন—জিয়ানলুইজ দোন্নারুমা, দেজিরে দুয়ে, আশরাফ হাকিমি, খাভিচা কাভারেস্খেলিয়া, নুনো মেন্ডেস, জোয়াও নেভেস, ফ্যাবিয়ান রুইজ ও ভিতিনহা।
বার্সেলোনা থেকে এবার মনোনয়ন পেয়েছেন ৪ জন—পেদ্রি, লামিন ইয়ামাল, রবার্ট লেওয়ান্ডোভস্কি ও রাফিনহা। ইয়ামাল সেরা তরুণ খেলোয়াড়ের জন্য ‘কোপা ট্রফি’র মনোনয়নও পেয়েছেন।
রিয়াল মাদ্রিদ থেকে মনোনয়ন পেয়েছেন জুদ বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়র। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ ইন্টার মিলান থেকে তালিকায় আছেন ডেঞ্জেল ডাম্ফ্রিস ও লতারো মার্টিনেজ।