গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়নপ্রত্যাশী জনাব হাসান মামুন। বরিশাল বিভাগ থেকে শুরু করে ঢাকায় পর্যন্ত দলের সকল কেন্দ্রীয় ও আঞ্চলিক কর্মসূচিতে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
তিনি জানান, দলের প্রতি বিশ্বাস ও ভালোবাসা থেকেই সবসময় বিএনপির পক্ষে কাজ করে গেছেন। এমনকি দুই দফা কারা নির্যাতন সহ্য করেও দলের পতাকা ও বিশ্বাসে অবিচল ছিলেন তিনি।
হাসান মামুন বলেন, “আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সংগ্রাম করেছি। যদি দল জনপ্রিয়তার মানদণ্ডে এবং ভোটারদের মতামতের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করে, তাহলে আমি বিশ্বাস করি— দল আমাকে যথাযথভাবে মূল্যায়ন করবে।”
তিনি আরও বলেন, “গলাচিপা-দশমিনা অঞ্চলের মানুষ বিএনপি'র একজন সংসদ সদস্য দেখতে চায়। যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় এবং জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে এই অঞ্চলে উন্নয়নের নতুন মাইলফলক স্থাপন করব। আমরা এমন দৃষ্টান্ত স্থাপন করতে চাই যা দীর্ঘদিন মানুষ স্মরণ করবে— যে বিএনপি ফিরে এসে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে।”
সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			