close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

Ranajit Barman avatar   
Ranajit Barman
উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়।..

শ্যামনগরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত


রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়।

মঙ্গলবার(৩ জুন) সকালে র‌্যালী পরবর্তী শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক তুলে ধরে সকলকে সচেতন হওয়ার কথা বলেন এবং এ ব্যাপারে যথাযথ আইন প্রয়োগের বিষয়েও বলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ছামিউল আযম মনির, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান।

সভায় পাবলিক প্লেসে ধূমপান না করা, ১৮ বছরের নিচে কারো কাছে তামাকজাত দ্রব্য বিক্রী না করা, সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন না করা, শিক্ষা প্রতিষ্ঠানের নিকটবর্তী তামাতজাত দ্রব্যের দোকান না থাকা সহ অন্যান্য নিয়মনীতি বিষয়ে অবহিত করা হয় এবং মোবাইল কোট করা হবে বলে সভায় জানানো হয়।

ছবি- শ্যামনগরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও রণী খাতুন।

 

 

没有找到评论