"মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন" এই প্রতিপাদ্যে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালি বের করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে আবারও সিভিল সার্জন কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন সভাকক্ষে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, সিভিল সার্জন ডা: আল মামুন, জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা: ইউসুফ আলী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক জাকারিয়া হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তুলশী চন্দ্র রায় প্রমুখ।
আজ থেকে শুরু হওয়া বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এই সপ্তাহ যথাযথভাবে পালন ও শিশুদের মাতৃদুগ্ধের গুনাগুন বিশ্লেষণপূর্বক শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করানো হবে।