close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বিমানবন্দরে গ্রেপ্তার কোম্পানীগঞ্জ যুবলীগ সভাপতি রুমেল চৌধুরী..

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
আবদুল্লাহ আল মামুন ঃ নোয়াখালী জেলা প্রতিবেদক।

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (১৭ মে) ভোররাতে তিনি দেশ প্রবেশের  চেষ্টা করলে, বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ তাকে আটক করে। এর সত্যতা স্বীকার করেছেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুমেল চৌধুরী আওয়ামী লীগের (নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম) কোম্পানীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গত বছরের ৫ আগস্ট কোম্পানীগঞ্জে সংঘটিত ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার মিডিয়াকে  জানান, রুমেল চৌধুরীর বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে পলাতক ছিলেন। সেখানে দীর্ঘদিন জেল হাজতে থাকার পর যুক্তরাষ্ট্র  পুলিশ  শুক্রবার গভীর রাতে বাংলাদেশে প্রেরণ করেন। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানায়। বর্তমানে তাকে কোম্পানীগঞ্জ থানায় আনার প্রক্রিয়া চলছে।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি