বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সিরিজ জয় উৎসর্গ করল বাংলাদেশ..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
পাকিস্তানের বিপক্ষে টানা দুই জয়ে ঐতিহাসিক সিরিজ জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ। তবে এই বিজয়ের উল্লাসে যোগ হয়েছে বেদনার সুর..

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বহনকারী বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এই সিরিজ উৎসর্গ করেছে টাইগাররা।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ রানের নাটকীয় জয় পায় বাংলাদেশ। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই গড়ে ফেলে পাকিস্তানের বিপক্ষে এই ফরম্যাটে প্রথম সিরিজ জয়ের ইতিহাস।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, “গতকালের দুর্ঘটনাটি আমাদের সকলের জন্য ছিল গভীরভাবে হৃদয়বিদারক। যারা প্রাণ হারিয়েছেন ও যারা এখনও যন্ত্রণার মধ্যে আছেন—এই সিরিজ জয়ের সম্পূর্ণ উৎসর্গ তাদের জন্য। আমরা জানি, তাদের শূন্যস্থান কখনো পূরণ হবে না। তবুও এটাই আমাদের ক্ষুদ্র শ্রদ্ধা।”

প্রসঙ্গত, সোমবারের মর্মান্তিক দুর্ঘটনায় ৩১ জন প্রাণ হারান এবং ১৬১ জন আহত হন। অনেকেই এখনও চিকিৎসাধীন।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ ১৩৩ রানে অলআউট হয়, যেখানে জাকের আলি অনিক খেলেন মূল্যবান ৫৬ রানের ইনিংস। জবাবে মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। যদিও ফাহিম আশরাফ শেষদিকে এক ঝড়ো ইনিংস খেলে ম্যাচে উত্তেজনা ফেরান, কিন্তু শেষমেশ ১২৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা। বাংলাদেশ পায় ৮ রানের এক রুদ্ধশ্বাস জয়।

এই জয়ের ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথম বারের মতো পাকিস্তানের বিপক্ষে ছোট ফরম্যাটের সিরিজ জিতলো লিটন বাহিনী। 

Tidak ada komentar yang ditemukan