বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সভাপতি জনাব আবু সাঈদ সেলিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও বিকেএফকেএস এর প্রধান উপদেষ্টা জনাব শাহজাদা আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুলের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও এশিয়ান কারাতে ফেডারেশনের কোচ এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য শিহান এ বি রনি'র সন্ঋালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের চৌকস পুলিশ অফিসার এন্টি টেরোরিজমের ওসি সাবেক কারাতে খেলোয়াড় ও বিকেএফকেএস এর সহ সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, আইন বিষয়ক সম্পাদক ও স্বর্নপদক বিজয়ী কারাতে খেলোয়াড় এডভোকেট ইমরান উদ্দিন খান, আইটি সম্পাদক এবং কারাতে খেলোয়াড় সাংবাদিক বিধান দাশ, নির্বাহী সদস্য শাহেদুল হক শাহেদ, এডভোকেট সোনিয়া শারমিন,বিকেএফকেএস আলকরন শাখার প্রতিনিধি মুক্তা দাশ, বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের প্রধান সহকারী কোচ এবং নির্বাহী সদস্য সাবেক স্বর্নপদক বিজয়ী কারাতে খেলোয়াড় সেনসাই উষা হ্লা মারমা, স্বর্নপদক বিজয়ী কারাতে খেলোয়াড় সেনপাই তারিফাহ বিনতে রনি এবং জাদু শিল্পী কামাল।
বিকেএফকেএস'র ১৪ জন ব্ল্য্যকবেল্ট পরীক্ষার্থীর মধ্যে ১ম হয় জাতীয় পদকধারী লা - রাইবা কবীর চৌধুরী, ২য় কোয়েল বনিক, ৩য় যুব গেমস ও জাতীয় পদক ধারী খেলোয়াড় শারমিন আক্তার, ৪র্থ নুসরাত জাহান সুমাইয়া, ৫ম সুমাইয়া আক্তার বাবু, অন্যান্যদের মধ্যে ব্ল্যাকবেল্ট প্রাপ্তরা হলেন সুমাইয়া ফাহমিদা, শাহরিয়ার জামাল প্রিন্স, সীমন রয় সোহা, সামিরা জান্নাত, মুনতাদির আল ফারাজ, আরিসা আফসান, ইমা দাশ, কনজ দাশ, রুপকথা মিত্র।
বেল্ট ও সনদ প্রদান শেষে বিকেএফকেএস এর সদস্যরা কারাতে প্রদর্শনী ও সাবেক জাতীয় চ্যাম্পিয়ন বিকেএফ সভাপতি ছাত্র ছাত্রীদের কিছু কারাতে কৌশল প্রদশর্নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।