নেত্রকোনার পূর্বধলা উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানের স্থান ছিল ঐতিহ্যবাহী পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ।
দিবসটির সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ও শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ। এতে বেনজিন কারিগরি স্কুল এন্ড কলেজ সুশৃঙ্খল, সুসমন্বিত ও দৃষ্টিনন্দন পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শক ও বিচারকদের দৃষ্টি কাড়ে এবং কুচকাওয়াজে কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার অর্জন করে।
কুচকাওয়াজে আরও অংশগ্রহণ করে পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্বধলা সরকারি কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের শৃঙ্খলা, দেশপ্রেম ও ঐক্যবদ্ধ অংশগ্রহণে পুরো মাঠজুড়ে তৈরি হয় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেনজিন কারিগরি স্কুল এন্ড কলেজের এই অর্জন শিক্ষার্থীদের মেধা, প্রশিক্ষণ ও সম্মিলিত প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এ উপলক্ষে সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আয়োজকদের প্রতি জানানো হয় আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।



















