close

লাইক দিন পয়েন্ট জিতুন!

“বিএনপি সংস্কারে বিশ্বাসী, কুসংস্কারে নয়” — গয়েশ্বর চন্দ্র রায়..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
“বিএনপি সংস্কারে বিশ্বাসী, কুসংস্কারে নয়” — গয়েশ্বর চন্দ্র রায়

রিপোর্ট মেহেদী হাসান: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “ড. ইউনূস সাহেব বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আপনি নির্বাচন করেন, যদি বাধা আসে বিএনপি আপনার পাশে থাকবে।”

তিনি বলেন, “আমরা ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করে যাচ্ছি। ভোটের অধিকার মানে হলো—একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ নিজে তার প্রতিনিধি বেছে নেবে। যে যার ভোট সে-ই দেবে, দিনে দেবে—রাতে নয়। সেই নির্বাচিত জনপ্রতিনিধিরাই সরকার গঠন করবে। এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবস্থান।”

শনিবার (১৯ জুলাই ২০২৫) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা চত্বরে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “বাংলাদেশ ১৯৭১ সালে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। সেই যুদ্ধে যারা বিরোধিতা করেছিল, নারী নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ করেছিল—তাদের আমরা ভুলিনি। বিএনপি সত্যিকারের সংস্কারে বিশ্বাসী, কুসংস্কারে নয়। কেউ সংস্কারের ধোঁয়া তুলে নির্বাচনকে দীর্ঘ করতে পারবে না।”

জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, “তাদের আত্মত্যাগ ব্যর্থ হবে না, আমরা তাদের রক্তের ঋণ ভুলবো না। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু ও শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার।

সভাটি সঞ্চালনা করেন শিবপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আপেল মাহমুদ সুমন মুন্সি।

کوئی تبصرہ نہیں ملا