শিরোনাম:
ভূঞাপুর পৌর প্রশাসক রাজিব হোসেনের ব্যতিক্রমী উদ্যোগ; অটোরিকশা, ইজিবাইক ও অটোভ্যান চালকদের বিনামূল্যে প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদান
টাঙ্গাইল প্রতিনিধি:
অটোরিকশা, ইজিবাইক ও অটোভ্যান চালকদের দক্ষতা বৃদ্ধি ও সচেতন করতে টাঙ্গাইলের ভূঞাপুরে একদিনব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ ও লাইসেন্স কার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাধীনতা কমপ্লেক্স হল রুমে ভূঞাপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রায় ২০০ জন চালককে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ ও বৈধ লাইসেন্স কার্ড প্রদান করা হয়। এতে অংশগ্রহণকারীরা সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন, যানবাহন রক্ষণাবেক্ষণ ও যাত্রী সেবার নীতিমালা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল বিআরটি'র মোটরযান পরিদর্শক এনামুল হক ইয়ন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাদী চকদার, প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর হোসেন (হৃদয়) প্রমুখ।
পৌর প্রশাসক রাজিব হোসেন বলেন, “চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি পেলে সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে। এতে পৌর শহরের যানজট ও দুর্ঘটনা কমবে। এ উদ্যোগটি নিয়মিতভাবে চালু রাখার পরিকল্পনা রয়েছে।”



















