টাঙ্গাইলের ভূঞাপুরে বাবার বাড়ির আঙ্গিনায় গাছ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। নিহত ওই নারী হলেন পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার মনেহারা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী হালিমা বেগম (৩৮)।
বুধবার (২৭ আগষ্ট) সকালে ভূঞাপুর উপজেলার বাগবাড়ী এলাকায় তার বাবার পরিত্যক্ত বাড়ির পিছনে একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ভূঞাপুর থানা পুলিশ।
পরিবার সুত্রে জানা যায়, হালিমা বেগম গত মঙ্গলবার সকালে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। পরদিন আজ বুধবার সকালে এলাকাবাসী তাকে বাড়ির পিছনের একটি গাছে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে ভূঞাপুর থানা পুলিশকে খবর দেন। পরে থানার এসআই কামরুল হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, “গাছে ঝুলন্ত অবস্থায় এক মহিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি।