'বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রী চিকিৎসা সেবা প্রদান-২৫' উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে দিনব্যাপী ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থী, সকল শিক্ষক, কর্মচারী ও তাদের পরিবারবর্গের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করে ভূঞাপুর সেনাক্যাম্প।
শনিবার (১৬ আগষ্ট) দিনব্যাপী ইবরাহীম খাঁ সরকারি কলেজে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের আয়োজনে ৯৮ কম্পোজিট ব্রিগেডের ব্যবস্থাপনায় ও ৩৭ এডি রেজিমেন্টের পরিচালনায় বিভিন্ন ধরণের রোগীদের ফ্রী চিকিৎসা সেবা প্রদান ও ঔষুধ সরবরাহ করা হয়।
ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজে স্থাপিত সেনা ক্যাম্প কমান্ডার সুত্রে জানা যায়, একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের নেতৃত্বে একটি দল বিনামূল্যে চিকিৎসা পত্রসহ ঔষধ বিতরণ করেন। এতে একশত রোগীকে চিকিৎসাপত্র ও ঔষধ প্রদান করা হয়। উন্নত চিকিৎসা সেবা ও সেবনের ঔষধ পেয়ে খুশি রোগীরা। এদিন সেনাবাহিনীর ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্পেইনে কলেজের বিএনসিসি সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।