টাঙ্গাইল জেলার ভূঞাপুরে 'ইবরাহীম খাঁ সরকারি কলেজ' শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত রবিবার (২৪ আগষ্ট) বিকেলে টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভ ও সদস্য সচিব মোঃ আব্দুল বাতেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখায় সামিউল ইসলাম সুজনকে সভাপতি, মোঃ রাসেল শেখ কে সাধারণ সম্পাদক ও মোঃ হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
ওই কমিটিতে মোঃ জাকারিয়া কে সিনিয়র সহ-সভাপতি, নাজমুল ইসলাম সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও শাকিল খান কে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
নব-গঠিত কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনপূর্বক জেলা ছাত্রদল কমিটি বরাবর পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
এদিন বিজ্ঞপ্তিতে ভূঞাপুর উপজেলার আরোও ৫টি কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।