শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে, যেখানে মোঃ এরশাদ আলী সভাপতি এবং তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার, ২ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই নির্বাচনে মোঃ এরশাদ আলী আনারস প্রতীক নিয়ে ৭৪০ ভোট পেয়ে সভাপতি পদে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল হামিদ ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলাম সিংহ প্রতীক নিয়ে ১০৬৯ ভোটে জয়লাভ করেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিজুল ইসলাম হাস প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৬৭ ভোট।
নির্বাচনের অন্যান্য পদের ফলাফলও উল্লেখযোগ্য। সহ-সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম টিয়াপাখি প্রতীক নিয়ে ৬২৯ ভোটে বিজয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মনিরুল ইসলাম-০২ হাতপাখা প্রতীক নিয়ে ১০৪৫ ভোটে জয়লাভ করেন। সাংগঠনিক সম্পাদক পদে খাদেমুল ইসলাম টেবিল প্রতীক নিয়ে ৫৭৫ ভোটে বিজয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে মোঃ কামরুল ইসলাম খরগোশ প্রতীক নিয়ে ৫২৬ ভোট পেয়েছেন।
প্রচার সম্পাদক পদে সেলিম মোল্যা কমলালেবু প্রতীক নিয়ে ৯৯৯ ভোটে জয়ী হন। দপ্তর সম্পাদক পদে ইয়াসিন আলী ৫৭৫ ভোটে বিজয়ী হয়েছেন। সমাজ কল্যাণ সম্পাদক পদে আমির হামজা ঈগল প্রতীক নিয়ে ৮০০ ভোটে জয়লাভ করেন। ত্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আলাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্য পদে আল আমিন চাকা প্রতীক নিয়ে ৮৩১ ভোট, হযরত আলী মৃধা ৭৫০ ভোট এবং মনিরুল ইসলাম রেডিও প্রতীক নিয়ে ৭১৬ ভোটে নির্বাচিত হন।
ভোমরা স্থলবন্দরের গোডাউন শ্রমিকদের এই নির্বাচনকে ঘিরে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। পূর্বের নেতৃত্বকে বিদায় জানিয়ে নতুন নেতৃত্ব আগামী তিন বছরের জন্য শ্রমিকদের কল্যাণে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন মো: আব্দুর রউফ, মোঃ আবু মুসা, আসাদুল ইসলাম এবং জি. এম. আব্দুর রহিম আল মেহেদী, যারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করেছেন। নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের অধীনে শ্রমিক ইউনিয়নের কার্যক্রম নতুন দিগন্তে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।