শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ২০২৫ সালের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই কার্যক্রম বুধবার (২৩ জুলাই ২০২৫) অনুষ্ঠিত হয় এবং এটি সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে। নির্বাচন কমিশন কার্যালয়ে এই কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৯)-এর নির্বাচনে মোট ২৪টি পদে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে মোঃ এরশাদ আলী (আনারস) এবং মোঃ আব্দুল হামিদ (ঘোড়া) মুখোমুখি হচ্ছেন। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ আরিজুর রহমান (উড়োজাহাজ) ও মোঃ নজরুল ইসলাম (টিয়াপাখি)। সাধারণ সম্পাদক পদে মোঃ তরিকুল ইসলাম (সিংহ) এবং আরিজুল ইসলাম (হাস) লড়ছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মনিরুল ইসলাম-০২ (ঘুড়ি), মোঃ মনিরুল ইসলাম-০১ (হাতপাখা) এবং সাংগঠনিক সম্পাদক পদে খাদেমুল ইসলাম (ট্রাক্টর) ও কুতুবউদ্দীন গাজী (টেবিল) প্রার্থী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে কামরুল ইসলাম (খরগোশ) ও আল আমিন হোসেন (জগ), প্রচার সম্পাদক পদে সেলিম মোল্যা (কমলালেবু) ও কারিমুল ইসলাম (কাঁঠাল), দপ্তর সম্পাদক পদে শরিফুল ইসলাম (দোয়েল পাখি) ও ইয়াছিন আলী (সিলিং ফ্যান) এবং সমাজকল্যাণ সম্পাদক পদে আমির হামজা (ঈগল) ও সিরাজুল ইসলাম (পদ্মফুল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যনির্বাহী সদস্য পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রয়েছেন শরিফুল ইসলাম (কুলা), আল আমিন (চাকা), ইমাম হোসেন (তলোয়ার), হযরত আলী মৃধা (বেলচা), আবুল কালাম (ভ্যানগাড়ী), মনিরুল ইসলাম (রেডিও)।
অপরদিকে, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৫)-এর প্রতীক বরাদ্দেও উৎসবমুখর পরিবেশে একাধিক প্রার্থীর অংশগ্রহণ লক্ষ করা গেছে। সভাপতি পদে আব্দুর রশিদ (চশমা), হারান চন্দ্র ঘোষ (চেয়ার), ফরহাদ হোসেন (টেলিভিশন) এবং মনিরুল ইসলাম (মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে আঃ আলিম (গরুর গাড়ি) ও হারুন অর রশিদ তুহিন (টেবিল ফ্যান) প্রার্থী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আছেন মাসুদ আলম (হরিণ) ও হারুনার রশিদ (হারিকেন)। সহ-সাধারণ সম্পাদক পদে সিরাজ মোল্যা (টিউবওয়েল) ও আঃ আলিম (বাঘ)। সাংগঠনিক সম্পাদক পদে শওকত আলী (কাপ-পিরিচ) এবং জাহিদুর রহমান রাজু (খেজুরগাছ) রয়েছেন। কোষাধ্যক্ষ পদে হাফিজুল ইসলাম (কবুতর) ও সুজিত কুমার মিঠু (শাপলা), প্রচার সম্পাদক পদে মুনছুর আলী গাজী (ফ্রিজ) ও সাকিব হোসেন (মাইক), দপ্তর সম্পাদক পদে ইয়াছিন আলী (প্রজাপতি) ও আসাদুল ইসলাম (মোরগ), সমাজকল্যাণ সম্পাদক পদে আবুল কাশেম (কলস) ও সাদেক আলী গাজী (মই), এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে হযরত আলী (তালগাছ) ও জসিম উদ্দিন (বল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যনির্বাহী সদস্য পদে আঃ সাত্তার পটো (কোদাল), রাকিবুল হাসান হারুন (গোলাপফুল), আলতাফ হোসেন (পানির বোতল), কামরুজ্জামান (হুক) প্রার্থী হয়েছেন।
দুই ইউনিয়নের নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতীক বরাদ্দের পরবর্তী ধাপে নির্বাচন আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে। আগামী ২ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন স্থানীয় শ্রমিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই নির্বাচন তাদের কর্মসংস্থান এবং শ্রমিকদের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে। স্থানীয় সমাজে এই নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং সবাই অপেক্ষা করছে নির্বাচনের ফলাফলের জন্য।