ভেন্যু বাংলাদেশ হওয়ায় সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এমনকি ভেন্যু পরিবর্তন না হলে ভারতীয় ক্রিকেট বোর্ড পুরো সভা বয়কটের হুমকি দেয়। তাদের পাশাপাশি সভা বর্জনের কথা শুনা যায় শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পক্ষ থেকেও।
তবে মোড় ঘুরে সবকিছু হয়েছে ঠিক। টেস্ট এই তিন দেশ ই অংশ নিচ্ছে সভায়। আফগানিস্তান সশরীরে উপস্থিত থাকলেও শ্রীলঙ্কা ও ভারত অংশ নিবে অনলাইনে। এসিসির এজিএমে যোগ দিতে ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রতিনিধি।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা বাংলাদেশে এসিসির মিটিং আয়োজন করছি। আয়োজকের দায়িত্ব নিয়ে সবাইকে রাজি করাতে পেরেছি, ক্রিকেটের স্বার্থেই সবাই যোগ দিচ্ছে। যারা আসতে পারছে না তারা অনলাইনে যোগ দেবে। পূর্ণ সদস্যদের মধ্যে আফগানিস্তান আজ (গতকাল) রাতে আসবে শ্রীলঙ্কা এবং ভারত বলেছে অনলাইনে যোগ দেবে।’