নতুন করে আগামী বছরের সেপ্টেম্বরে আয়োজন করা হবে এই সিরিজ। ভারতের অনুপস্থিতিতে ফাঁকা হয়ে গেছে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি। এমন পরিস্থিতিতে অনেকে ভাবছিলেন—এই সময়টায় কি নতুন কোনো সিরিজ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)? তবে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সময়ে খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
বিসিবির পরিচালক মাহবুব আনাম বলেন, “খেলোয়াড়দের বিশ্রাম লাগবে। আপনারা দেখেছেন আমাদের খেলোয়াড়রা কী পরিমাণ ক্রিকেট খেলছে। আগামী ১ বছরও যে পরিমাণ ক্রিকেট আছে, আমার মনে হয় খেলোয়াড়দের বিশ্রাম লাগবে।”
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি সাজিয়েছিল প্রস্তুতির রোডম্যাপ। পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ছিল সেই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু ভারতের আকস্মিক সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত কিছুটা ব্যাঘাত ঘটালেও, খেলোয়াড়দের বিশ্রাম দেওয়াটাকেই ইতিবাচক দৃষ্টিতে দেখছে বোর্ড।
তবে বিশ্রামের মধ্যেও ঘরোয়া ক্রিকেটে থাকবে চমক। বিপিএলের ড্রাফটের আগে আয়োজন করা হবে এনসিএল টি-টোয়েন্টি। নতুন এই টুর্নামেন্ট থেকেই গড়া হবে বিপিএলের ড্রাফট। অর্থাৎ, এই লিগে পারফর্ম করলেই মিলবে বিপিএলের টিকিট।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ ও বিপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং শেষে এ তথ্য জানিয়েছেন বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম। তিনি বলেন, “গতকাল ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আগামী বছরের ক্যালেন্ডার নিয়ে মিটিং করেছি এবং ড্রাফট পরিকল্পনা ঠিক করেছি। আমাদের পরিকল্পনা অনুযায়ী এনসিএল টি-টোয়েন্টি আগে করছি। কারণ হলো এনসিএল টি-টোয়েন্টি দেখে আমরা সিদ্ধান্ত নেব, কোন কোন খেলোয়াড় বিপিএলের ড্রাফটে যাবে।”
তিনি আরো বলেন, “অনেক সময় শুধু তালিকা দেখে আমরা ড্রাফট করি। এতে করে বিপিএলের মূল উদ্দেশ্যটা বাস্তবায়ন হয় না। এনসিএল টি-টোয়েন্টি হতে পারে লোকাল ক্রিকেটারদের সামনে নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ।”