ভাঙ্গা বাজারে মোবাইল মার্কেট গুলো প্রতারণার ওভয়অরণ্যে পরিণত হচ্ছে..

আব্দুল আজিজ সালথা ফরিদপুর avatar   
আব্দুল আজিজ সালথা ফরিদপুর
ভাঙ্গা বাজার মোবাইল মার্কেট: প্রতারণার অভয়ারণ্যে পরিণত হচ্ছে!

ফরিদপুরের ভাঙ্গা বাজারের মোবাইল মার্কেট যেন ধীরে ধীরে প্রতারণার স্বর্গরাজ্যে রূপ নিচ্ছে। বিভিন্ন এলাকা থেকে আসা সহজ-সরল ক্রেতারা..

ভাঙ্গা বাজার মোবাইল মার্কেট: প্রতারণার অভয়ারণ্যে পরিণত হচ্ছে!

 

ফরিদপুরের ভাঙ্গা বাজারের মোবাইল মার্কেট যেন ধীরে ধীরে প্রতারণার স্বর্গরাজ্যে রূপ নিচ্ছে। বিভিন্ন এলাকা থেকে আসা সহজ-সরল ক্রেতারা তাদের কয়েক মাসের জমানো সঞ্চয় বা গচ্ছিত টাকা নিয়ে যখন একটি স্মার্টফোন কিনতে আসেন, তখনই ওঁৎ পেতে থাকে অসাধু ব্যবসায়ীদের ফাঁদ।

 

কিছু অসাধু দোকানদার কপি ফোনকে অরিজিনাল বলে চালিয়ে দিচ্ছে, আবার অনেক সময় আনঅফিসিয়াল ফোনকে অফিসিয়াল হিসেবে বিক্রি করা হচ্ছে। দাম তুলনামূলকভাবে কিছুটা কম দেখালেও সেই ফোনের প্রকৃত মান অনেক কম, যা সাধারণ ক্রেতার পক্ষে বোঝা কঠিন।

 

আরও উদ্বেগের বিষয়, যদি ক্রেতারা প্রতারণার শিকার হয়ে প্রতিবাদ জানায় বা সমস্যা নিয়ে ফিরে আসে, তখন কিছু ব্যবসায়ী স্থানীয় প্রভাব খাটিয়ে ভয় দেখানোরও চেষ্টা করে।

 

এটি আইনত দণ্ডনীয় অপরাধ

 

কপি ফোন বিক্রি আইনত নিষিদ্ধ। একইভাবে আনঅফিসিয়াল ফোনকে অফিসিয়াল বলে বিক্রি করাও স্পষ্ট প্রতারণা। তাছাড়া অগ্রহণযোগ্য ব্যবহার ব্যবসায়িক নৈতিকতার পরিপন্থী।

 

প্রশাসনের হস্তক্ষেপ জরুরি

 

স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানানো হচ্ছে, নিয়মিত অভিযান ও রেড পরিচালনা করে এই প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

 

সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করা দোকানদারদের জন্য যেন এ ধরনের অসাধু ব্যবসায়ীরা বাধা হয়ে না দাঁড়ায়, সেটিই সকলের প্রত্যাশা।

 

> আপনি কি কখনও এই বাজার থেকে ফোন কিনে প্রতারিত হয়েছেন? আপনার অভিজ্ঞতা মন্তব্যে জানান।

No comments found