ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ফ্যাসিস্ট ও স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি এবং আগামী ৫ আগস্ট ‘বিজয় মিছিল’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোর্শেদ আলম।
প্রস্তুতি সভায় ভালুকা উপজেলার আওতাধীন ১১টি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বক্তারা ৫ আগস্ট বিজয় মিছিল সফল করতে সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।